দিনাজপুরে একদিনেই অস্থির পেঁয়াজের বাজার
দিনাজপুরে এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। আজ শনিবার (৯ ডিসেম্বর) দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে আর ইন্ডিয়ান পেঁয়াজ প্রকারভেদে ১৬০ থেকে ১৮০ টাকা।
হঠাৎ করে পেঁয়াজের দাম দ্বিগুণ হওয়ায় মধ্যবিত্ত ও খেটে খাওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছে। ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে পেঁয়াজের দাম।
ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের দাম কমার সম্ভাবনা খুব কম। নতুন পেঁয়াজ বাজারে উঠেছে। নতুন পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে পাতাসহ ১৫০ টাকা থেকে ১৬০ টাকা কেজি দরে।
একদিন আগেও দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকা থেকে ১১০ টাকা কেজি দরে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার একদিনের মধ্যেই পেঁয়াজের দাম দ্বিগুণ বৃদ্ধি পেল।
শিগগিরই পেঁয়াজ আমদানি না হলে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পেঁয়াজ ব্যবসায়ী ও আডতদার গাজী মনে করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আমদানিকারক একটি ব্যবসায়ী মহল পেঁয়াজ সংকট দেখিয়ে বাজার অস্থিতিশীল করতে চায়। এতে তাদের মুনাফা দ্বিগুণ হবে বলে মনে করছে অনেকেই।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী জানান, আকস্মিক পেঁয়াজের দাম বৃদ্ধিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মিনটরিংয়ের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখা হবে। ইতোমধ্যেই বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং শুরু করেছে। বেশি দামে পেঁয়াজ বিক্রি করলেই জরিমান করা হচ্ছে। ফুলবাড়ীতে তিনটি দোকানে অভিযান পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।