নাচোলের যে বাজারে পাওয়া যায় বিষমুক্ত ফল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কালইর বাজার। যে বাজারটিতে প্রতিনিয়ত পাওয়া যায় ফরমালিনমুক্ত সবরকমের তরতাজা ফল। বাজারটিতে অসময়ে সুস্বাদু কাটিমন আম, পেয়ারা, পাঁকা পেঁপেসহ বিভিন্ন জাতের ফল বিক্রি করছেন বিক্রেতারা। ক্রেতারাও ন্যায্য মূল্যে কিনতে পারছে। এতে খুশি উভয়ে।
কাটিমন আম বিক্রেতা শাজেমান আলী বলেন, বাগান থেকে সরাসরি এই কাটিমন আম বাজারে এনে বিক্রি করছি। ক্রেতারা টাটকা আম পেয়ে খুশি। আমরাও ন্যায্য মূল্য পেয়ে খুশি। আগে আমরা আম ঢাকা, নারায়ণগঞ্জ পাঠাতাম, কিন্তু ন্যায্য মূল্য পেতাম না। এই বাজার হওয়ার ফলে ন্যায্য মূল্যে আম বিক্রি করতে পেরে আমরা লাভবান হচ্ছি।
রহনপুর থেকে আসা স্থানীয় পেঁপে বিক্রেতা বলেন, গত ৫ মাস থেকে সরাসরি বাগান থেকে টাটকা ফল বাজারে এনে নগদ টাকায় বিক্রি করছি। আগে আমরা আম, পেয়ারা, পেঁপে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতাম, কিন্তু ন্যায্য মূল্য পেতাম না। বাজারটি হওয়ার পর আমরা ফল বিক্রি করে লাভবান হচ্ছি।
স্থানীয় ফল ক্রেতারা জানান, এই বাজারটি বর্তমানে ফলের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। প্রতিদিন এই বাজার থেকে আমরা ফরমালিনমুক্ত সব রকমের টাটকা ফল ক্রয় করতে পারছি।
কালইর ফল ফাউন্ডেশনের সভাপতি ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব জানান, গত ৫ মাস আগে কালইর বাজারটি উদ্বোধন করা হয়েছে। কালইর বাজারটি হওয়ার ফলে সরাসরি বাগান থেকে ফল তুলে এনে বাজারে বিক্রি করা হয়। এতে ফল ক্রেতা ও বিক্রেতা উভয়ে লাভবান হচ্ছেন। আগে ফল বিক্রেতারা বা আম চাষিরা দেশের বিভিন্ন স্থানে ফল বিক্রির জন্য পাঠাতো, কিন্তু ন্যায্য মূল্য পেত না। এখন এই বাজার থেকেই ক্রেতারা ভেজালমুক্ত নানা রকমের ফল ক্রয় করে নিয়ে যাচ্ছেন।