পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে যৌথ অভিযান, লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অতিরিক্ত মুনাফার অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন।
জেলা প্রশাসন ও জেলা কৃষি বিপণন অধিদপ্তর আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর দ্বিগুবাবুর বাজারে যৌথ এই অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারশিদ ইবনে এনামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহায়তা করে র্যাব ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা।
শুরুতেই সাদা পোশাকে বাজারের পেঁয়াজের দোকানে দোকানে গিয়ে মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় মূল্য যাচাই-বাছাই করে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও সদস্যরা। পরে কয়েকটি দোকানে গরমিল পাওয়া গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে গিয়ে উপস্থিত হন। এ সময় বেশির ভাগ দোকানের মালিক ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি টের পেয়ে সটকে পড়েন। তবে কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকা ও ভুল তথ্য দিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করাসহ চালানপত্র যাচাই-বাছাই করে পেঁয়াজ ক্রয়-বিক্রয় মূল্যের কারসাজির প্রমাণ পান তাঁরা। শ্যামবাজারের আমদানিকারকের কাছ থেকে ৯৩ টাকায় পেঁয়াজ কিনে তা ১৫৬ টাকায় বিক্রির অভিযোগে ইউনুস বেপারি নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কিছু অসৎ ব্যবসায়ী পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার পাঁয়তারা করছে জানিয়ে জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে এমন অভিযান অব্যাহত থাকবে।