মাদকবিরোধী অভিযানে ৫০ জন গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/12/dmp_1_2.jpg)
ডিএমপির লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ডিএমপি নিউজ তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন বলছে, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ৫০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আট হাজার ৮৮০ পিস ইয়াবা, চার গ্রাম হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল ও ৩৩ কেজি ৪৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।