বিএনপির মেজর হাফিজকে ভারতে যেতে বাধা
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে ভারতে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিকিৎসার জন্য তিনি ভারতের রাজধানী দিল্লিতে যেতে চাচ্ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে দিল্লি যাবার কথা ছিল মেজর হাফিজের। আগামীকাল ফোরর্টিস হাসপাতালে অস্ত্রপচার করার তারিখ নির্ধারিত ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে বিএনপির এই নেতাকে ফেরত পাঠানো হয়েছে।
শায়রুল কবির খান বলেন, ‘বিমানবন্দর থেকে মেজর হাফিজ আমাকে ফোন দিয়ে জানান, তার লাগেজ বিমানে ওঠানো হয়েছিল। তবে, ইমিগ্রেশন তাকে যেতে দেয়নি।’