ঢাবিতে ছাত্র ইউনিয়নের চার নেতার ওপর হামলার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের ঢাবি সংসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারজনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।
অভিযোগ বলছে, আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরের পর ভিন্ন ভিন্ন স্থানে হামলায় আহত হন চারজন। আহতরা হলেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, ঢাকা মহানগর সহসাধারণ সম্পাদক তাজমির তাজওয়ার শুভ্র এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য শাহরিয়ার শিহাব।
এ ঘটনায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট এবং ছাত্র শক্তিসহ বেশকিছু ছাত্র সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা জানান, গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল চলাকালে টিএসসি এলাকায় ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালালে ছাত্র ইউনিয়নসহ জোটের ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হন। এরপর আজ তাদের চারজন নেতাকর্মী টিএসসিতে চা খেয়ে বাসায় ফেরার পথে মাঈনকে টিএসসির ডাস চত্বরে, মেঘ ও শুভ্রকে শাহবাগে এবং পলাশীর মোড়ে শিহাবের ওপর ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে মারধর করে। তারপর, গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শিমুল কুম্ভকার বলেন, ‘ঘটনার সময় আমি ক্যাম্পাসে ছিলাম না। ক্যাম্পাসের বাইরে থাকা অবস্থায় খবর পেয়েই আমি ক্যাম্পাসে আসি। এসে শুনতে পাই যে, মেঘমল্লার, মাঈন, শুভ্র এবং শিহাব এই চারজনকে ক্যাম্পাসের ভিন্ন ভিন্ন জায়গায় অতর্কিত হামলা করে ব্যাপকভাবে মারধর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে ক্যাম্পাসে এসে ওরা চারজন টিএসসি থেকে চা খেয়ে যার যার মতো বাসায় ফিরছিল।’
আহত মাঈন আহমেদ বলেন, ‘এর আগেও আমাদেরকে হুমকি দিয়ে হামলা চালিয়েছে।’
ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের দপ্তর সম্পাদক নিনাদ খান বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী ও বর্বরোচিত হামলাই প্রমাণ করে দেয় কারা আদতে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে শাহবাগ ও টিএসসি এলাকায় ছাত্রলীগ অতর্কিত হামলা চালায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর। হামলায় মারাত্মকভাবে আহত হন ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সভাপতি মেঘমল্লার বসু ও সাধারণ সম্পাদক মাঈনসহ কয়েকজন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘একজনের মারাত্মক জখম হয়েছে। আর বাকি সবার শরীরেই মারধরের দাগ আছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
হামলার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘ছাত্রলীগের কেউ তাদের ওপরে হামলা করেনি। এটা ভিত্তিহীন অভিযোগ। প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত সাইনবোর্ড ভাঙায় ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরাই এটা করে থাকতে পারে। আর যারা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছে তাদের প্রতি আমাদেরও নিন্দা আছে। এই পরিবেশটা ছাত্র ইউনিয়ন গত ১২ তারিখ শেখ হাসিনার ছবি ভেঙে নষ্ট করেছে। কিন্তু, আমরা সহিংসতায় বিশ্বাসী নই। আমরা মারামারির মধ্যে নাই। তাদের ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজ ছাত্রলীগ এ ধরনের কোনো কাজ করেনি। ছাত্রলীগ তাদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত।’