বিজয় দিবসে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই-বাহিনীর এই মিষ্টি বিনিময় হয়।
বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার অহিদুল ইসলাম ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার রাজেশ দেওয়ার হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ ছাড়া হিলি ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসের পক্ষ থেকে বিএসএফ, অভিবাসন পুলিশ ও কাস্টমসকে মিষ্টি উপহার দেওয়া হয়।
হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অহিদুল ইসলাম জানান, সীমান্তে দায়িত্বরত দুই-বাহিনীর বিরাজমান সম্পর্ক আরও সুদৃড় করতে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। আজ বিজয় দিবস উপলক্ষে আমরা বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।