মুন্সীগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/17/munsiignyj_1.jpg)
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও কাভার্ডভ্যান। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালীনগরে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল ওহাব খান সুমন (৫০)। তিনি জেলার গজারিয়া উপজেলার ইসমানির চরের মৃত মোবারক আলী খানের ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ওসি মুজাহিদুল ইসলাম বলেন, ‘বেতকা থেকে কালীনগরগামী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/12/17/munsiignyj_2.jpg)
কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী নিহত হন। নিহতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশা ও কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। কাভার্ডভ্যানের চালক সাদিকুল ইসলামকে (২৮) আটক করা হয়েছে।’