ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/braajil.jpg)
ব্রাজিলের সাও পাওলো শহরের উপর দিয়ে উড়ন্ত অবস্থায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ব্রাজিলের সাও পাওলো শহরের কাছে এ ঘটনা ঘটে। জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতের খবর নিশ্চিত করেছেন।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, দুই ইঞ্জিন বিশিষ্ট বিচ এফ৯০ কিং এয়ার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে সাও পাওলো শহরের সাও ভিসেন্টে অ্যাভিনিউতে বিধ্বস্ত হয় এবং একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা খায়। এসময় উড়োজাহাজটি আগুন লেগে যায়। এ ঘটনায় অন্তত দুজন নিহত হন। আহত হন আরও কয়েকজন।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানায়, উড়োজাহাজ থেকে পাইলট ও পাইলটের সহকারীর মৃতদেহ উদ্ধার করেছে। বিধ্বস্তের কারণে বিস্ফোরণে একজন মোটরসাইকেল আরোহী ও বাসের ভেতরে থাকা আরেক ব্যক্তি আহত হন। তারা ছাড়াও আরও চারজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/08/braajil_inaar.jpg)
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমানটি বিধ্বস্তের ফলে বিস্ফোরণ ঘটে। এতে বাসটিতে আগুন ধরে যায়। বাসটির ভেতরে খুব কম যাত্রী ছিল। বাসে ভ্রমণরত এক নারীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার শিকার বিমানটি সাও পাওলোর ক্যাম্পো দে মার্তে প্রাইভেট জেট বিমানবন্দর থেকে দক্ষিণাঞ্চলীয় শহর পোর্তো আলেগ্রেতে যাচ্ছিল।