জয়পুরহাটে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সূর্যমুখী আলু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকার পূর্ব উচনা গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সূর্যমুখী আলু। ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন আলুচাষীরা।
পূর্ব উচনা গ্রাম ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে উচ্চ ফলনশীল জাতের এস্টোরিক, গ্যানোলা, ডায়মন্ড, পাকরি আলু দেখা গেলেও এখন পাওয়া যাবে উচ্চ ফলনশীল জাতের সূর্যমুখী আলু।
ওই গ্রামের সাইদুর, রেজাউল ও জহিরুল এবার অন্যান্য আলুর পাশাপাশি বাণিজ্যিকভাবে এক বিঘা জমিতে চাষ করেছেন সূর্যমুখি জাতের আলু। তারা জানান, দেশি ও হল্যান্ড জাতের আলু চাষের নিয়মেই সূর্যমুখী আলু চাষ করা হয়। বাজারের বীজের পরিবর্তে বাড়িতে রাখা সূর্যমুখী জাতের আলু বীজ রোপণ করেছে অনেকে।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান বলেন, ‘দেশে বর্তমানে উচ্চ ফলনশীল জাতের এস্টোরিক, ডায়মন্ড, গ্যানুলা, মিউজিকা, রোজেটা, ভ্যালেনসিয়া, সান-সাইন ও স্থানীয়ভাবে রোমানা ও পাকরি জাতের আলু চাষ হচ্ছে। এ ছাড়া সূর্যমুখী জাতের আলু নতুন আশার আলো দেখাচ্ছে কৃষকদের। চাষ পদ্ধতি একই রকম। অধিক ফলন ও খেতে অন্যান্য সাধারণ আলুর মতোই। আবার বাজারে দামও ভালো।’