ফেনীর ২৮ কিলোমিটার রেলপথ পাহারা দিচ্ছে আনসার ও গ্রাম পুলিশ
নাশকতা রোধে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ফেনীর ২৮ কিলোমিটার রেলপথ পাহারায় আনসার ও গ্রাম পুলিশ নিয়োজিত করা হয়েছে। আজ শনিবার (২৩ ডিসেম্বর) রেলস্টেশন পরিদর্শন শেষে আনসার- ভিডিপি ফেনীর পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. জানে আলম সুফিয়ান এ তথ্য জানান।
মো. জানে আলম সুফিয়ান বলেন, ‘ফেনীতে এখনও রেলপথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত ৩০ অক্টোবর থেকে রেলপথে ট্রেন ও জনসাধারণের জানমাল রক্ষার্থে আনসার-গ্রাম পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা দুই শিফটে তারা দায়িত্ব পালন করছে। এসব আনসার সদস্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। চলমান রাজনৈতিক সংকটে রেলপথ রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ‘ফেনীর ২৮ কিলোমিটার রেলপথ অংশে পাঁচটি ইউনিয়ন পরিষদ রয়েছে। এগুলো হলো-গোপাল ইউনিয়ন, ফাজিলপুর, কালিদহ, শর্শদি ও ধর্মপুর ইউনিয়ন। রেলপথ নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতা ঠেকাতে আনসার, পুলিশ ও বিভিন্ন সংস্থার পাশাপাশি সরকার দলীয় রাজনৈতিক নেতাকর্মীরাও দায়িত্ব পালন করছে।’