কুমিল্লায় ট্রাক্টরচাপায় জামাই নিহত, শ্বশুরসহ আহত ২
কুমিল্লার মুরাদনগরে ট্রাক্টরচাপায় হরমুজ আলী (৫০) নামে একজন নিহত এবং তার শ্বশুর বাচ্চু মিয়াসহ তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক্টর মাটি নিয়ে ইটভাটায় আসার পথে গুঞ্জর বেলতলী বাজারের পাশে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে এতে ঘটনাস্থলে হরমুজ আলী (৫০) নিহত হয়।
নিহত হরমুজ আলী একই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে। আহতরা হলন, একই গ্রামর মৃত কিতাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৭০), আবু তাহেরের ছেলে আবু কাউছার (২৬) ও শুক্কুর আলীর ছেলে জাসদ মিয়া (৪৫)। তাদেরকে চিকিৎসার জন্য মুরাদনগর ও দেবিদ্বার উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘাতক ট্রাক্টর ও অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষচন্দ্র ধর ঘটনার সত্যতা স্বীকার কর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।