সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২৫ ডিসেম্বর) ভোর রাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
আজ সোমবার বাদ আসর গেন্ডারিয়া ধুপখোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ফজলুর রহমান।
ফজলুর রহমানের জন্ম ১৯৪৭ সালের ৬ মে। ১৯৭২ সালে ৬ ফেব্রুয়ারি তাঁর হাত ধরে সিটি গ্রুপের যাত্রা শুরু হয়। ঢাকার গেন্ডারিয়ায় তীর সরিষার তেল উৎপাদনের মধ্য দিয়ে ফজলুর রহমান শিল্প উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরই মাধ্যমে কার্যক্রম শুরু হয় সিটি গ্রুপের। বতর্মানে এই গ্রুপের অধীনে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে।