বিএনপির কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী তাদের জানিয়েছেন, দলটির কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়নি। যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তাদেরই গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বুধবার (২৭ ডিসেম্বের) সিলেটে নিজ বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা বাংলাদেশের কাছে অনেক কিছু বিক্রি করতে চায়-কিন্তু বাংলাদেশ জনগণের প্রয়োজন না হলে আমরা কিছু কিনি না। তাই কিছু দেশ অসন্তুষ্ট হয়ে নানা অভিযোগ তুলে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেছেন কিন্তু কোনো মতামত ব্যক্ত করেননি।
বাংলাদেশে ভুয়া ভোট হবে না জানিয়ে প্রতিনিধিদলকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সরকারের শক্তিশালী নির্বাচন কমিশন কাজ করছে। তারা এমন নির্বাচন করবে, যা দুনিয়ার সবাই দেখে শিখবে।
আজ বুধবার সন্ধ্যা ৬টায় পররাষ্ট্রমন্ত্রীর সিলেটের বাস ভবনে এ মতবিনিময় সভায় অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস এক্সপার্ট রেবেকা কক্স এবং মিডিয়া অ্যান্ড স্যোশাল মিডিয়া এক্সপার্ট শার্লোট সুয়েবেস।