বরিশালে আওয়ামী লীগের নির্বাচনি জনসভা শুরু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/29/barishal.jpg)
বরিশালে শুরু হয়েছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি জনসভা।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে একটায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ জনসভা শুরু হয়। এদিকে, বিকেল ৩টায় জনসভাস্থলে পৌঁছে বরিশালবাসীর উদ্দেশে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। তাঁকে একনজর দেখার জন্য সকাল ৯টা থেকে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে মিছিল-ফ্যাস্টুনসহ হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন সভাস্থলে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/12/29/barishal_1.jpg)
আজ জনসভার শুরুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের সঞ্চালনায় মঞ্চে প্রথম বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেন। এর পাঁচ বছর পর আজ নির্বাচনি সভায় যোগ দিতে এসেছেন তিনি। এর আগে যদিও চলতি বছরের মার্চ মাসে বরিশাল সফরের কথা ছিল শেখ হাসিনার তবে পরে তা স্থগিত করা হয়।