আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
হত্যাচেষ্টা মামলায় রাষ্ট্রীয় ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগের উপকমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. জিন্নাত এ তথ্য জানিয়ে বলেন, আজ মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান আসামিকে হাজির করে সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এর আগে গত ২৬ ডিসেম্বর বলরাম পোদ্দারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।
নথি থেকে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। এরপরে তাকে কারাগারে পাঠানো হয়।
এজাহার থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের বিপরীত পাশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসহ কয়েকজন আহত হন। পরে তিনি মামলা দায়ের করেন।