সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন

সুপ্রিম কোর্টে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি। ছবি : এনটিভি
সুপ্রিম কোর্টে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি শুরু করেছেন। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের প্রবেশমুখে তারা এ কর্মসূচি পালন করছেন।
আন্দোলন বর্জন কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। আইনজীবীরা আদালত বর্জনের সমর্থনে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
আরও পড়ুন
দ্বিতীয় দিনে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি
গত ২৭ ডিসেম্বর এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপিপন্থি আইনজীবীরা। ১ থেকে ৭ জানুয়ারি আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারা দেশের আদালত বর্জনের ঘোষণা দেন তারা।