কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান ড. নিজামুল করিম
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. নিজামুল করিম। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ড. মো. নিজামুল করিম জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন। আগামীকাল বুধবার তিনি বিদায়ী চেয়ারম্যান প্রফেসর জামাল নাছেরের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।
ড. নিজামুল করিম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ আগস্ট থেকে ২০১৪ সালের ১৬ নভেম্বর পর্যন্ত কুমিল্লা শিক্ষা বোর্ডে কলেজ পরিদর্শক ও টিকিউআই প্রকল্পে ডিপিডি পদে কর্মরত ছিলেন।
ড. মো. নিজামুল করিম ১৯৬৬ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষকতা পেশায় নিয়োজিত স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তাঁর পরিবার।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে ড. নিজামুল করিম বলেন, ‘আমি একজন সরকারি চাকুরে। যেখানেই যে দায়িত্ব অর্পণ করা হয় আমি শতভাগ নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করি। কুমিল্লা শিক্ষা বোর্ডের বিষয়টাও তাই। এখানেও আমি আমার সততা দিয়ে কর্মকাল পার করতে চাই।’