মহাসড়কে লক্কড়ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না : বিআরটিএ চেয়ারম্যান
বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মহাসড়কে কোনো অবৈধ যানবাহন চলতে পারবে না। এ বিষয়ে পুলিশ, বিআরটিএসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি।
গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ পঞ্চগড় সার্কেলের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (নিহত ও আহত) ৩২টি পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়। এ সময় প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৬০ লাখ টাকা প্রদান করা হয়।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, কোনো লক্কড়ঝক্কড় গাড়ি মহাসড়কে চলতে দেওয়া হবে না এবং এজন্য বিআরটিএ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর একসাথে কাজ করছে। সরকারি গাড়িগুলোও ছাড় পাবে না এবং তিনি নিজেই বিআরটিএর গাড়ি ডাম্প করেছেন।
আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পর্যায়ে রয়েছে এবং দেশের অধিকাংশ তরুণ প্রজন্ম অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। তিনি সতর্ক করেন ২০৪০ সালের পর এই তরুণ জনসংখ্যা কমতে শুরু করবে, তাই এখনই আমাদের সজাগ ও দায়িত্বশীল হতে হবে।
চেয়ারম্যান আরও বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের জন্য প্রদত্ত এই চেকগুলো আসলে আর্থিক সহায়তার পাশাপাশি বিআরটিএর মানবিক সহযোগিতার প্রতীক। সড়ক দুর্ঘটনা কমাতে সরকার নানা ধরনের কার্যকর পদক্ষেপ নিয়েছে।

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)