ঢাকাসহ ৫ বিভাগ
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সোমবার
বিএনপির লোগো ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন : মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি
আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা—এই পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করবেন তারেক রহমান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকে ভোটে আপত্তি বিএনপির
শায়রুল কবির খান বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এদিন বৈঠকে কোনো নেতাকর্মী বা অনুসারী সঙ্গে আনা যাবে না। শুধু মনোনয়নপ্রত্যাশীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক