দুবাইয়ে লটারিতে ৪০ লাখ টাকার স্বর্ণের বার জিতলেন বাংলাদেশি
‘বিগ টিকিটের’ সাপ্তাহিক ই-ড্রতে ২৫০ গ্রামের ২৪ ক্যারেট স্বর্ণের বার জিতেছেন বাংলাদেশি প্রবাসী মনসুর আহমেদ। প্রথম প্রচেষ্টাতেই সফল হন তিনি। বাংলাদেশে ২৫০ গ্রাম ২৪ ক্যারেটের স্বর্ণের বারের দাম প্রায় ৪০ লাখ ৫০ হাজার ২৮৮ টাকা।
ভাগ্যবান মনসুর আহমেদের টিকিট নম্বর হলো ০৫৪৪১১। খবর গালফ নিউজের।
আরও পড়ুন : স্বর্ণের নেকলেস চুরি করে ধরা, জরিমানার মুখে নারী
২৪ বছর বয়সী মনসুর আহমেদের দুবাইতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। লটারি জয়ের খবর পেয়ে তিনি লাইভ ড্রয়ের সময় অনুষ্ঠানের সঞ্চালক রিচার্ডকে বলেন, ‘সত্যি? ধন্যবাদ, স্যার।’
মনসুর গত চার বছর ধরে দুবাই রয়েছেন। তার পরিবার রয়েছে বাংলাদেশে। প্রবাসী এই বাংলাদেশি ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ‘বিগ টিকিট’ জয়ের আনন্দ ভাগাভাগি করছেন। এটিই তার প্রথমবারের মতো টিকিট কেনার ঘটনা।
আরও পড়ুন : সম্মতি ছাড়া নারীর ছবি পোস্ট করায় ২০ হাজার দিরহাম জরিমানা
মনসুর আহমেদ বলেন, ‘আমি এখানে চার বছর ধরে আছি। আজ আমি খুব খুশি।’
প্রবাসী এই বাংলাদেশি বলেন, ‘আমি প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জেনেছিলাম। এটিতে অংশ নেওয়ার জন্য আমার ১০ জন বন্ধুর সঙ্গে একটি গ্রুপ গঠন করেছিলাম।’
মনসুর আহমেদ আরও বলেন, ‘আমার ভাগ্য কেমন চিন্তা করে দেখুন! আমি প্রথমবারের মতো টিকিট কিনেছি এবং আমরা জিতেছি! আমরা সবাই অবিশ্বাস্য রকমের খুশি ও কৃতজ্ঞ।’
জয় উদযাপনের ফাঁকে মনসুর জানান, পুরস্কারটি দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা জয়ের টাকা ভাগ করে নেব। একসঙ্গে আবারও টিকিট কেনার পরিকল্পনা করছি। এটি এমন একটি অভিজ্ঞতা, যা আমরা কখনই ভুলব না।’

এনটিভি অনলাইন ডেস্ক