সংবাদ উপস্থাপনে আরও দায়িত্বশীল হতে হবে : বাসস চেয়ারম্যান
এক সময় পত্রপত্রিকার জয়জয়কার ছিল। এরপর আসে টেলিভিশন নিউজ। বর্তমানে শুরু হয়েছে ডিজিটাল মিডিয়ার বিপ্লব। এই পরিবর্তিত পরিস্থিতিতে সংবাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজন করে ‘ফিউচার অব নিউজ’ শীর্ষক বিশেষ সভা।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক এর যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আলদীন।
আনোয়ার আলদীন বলেন, ডিজিটাল মাধ্যম, সোশ্যাল মিডিয়ার প্রভাব ও বর্তমানে এআই এর সংযোজনে মৌলিক সংবাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা কঠিন। তবে চটকদার সংবাদ তৈরির প্রতিযোগিতায় না জড়িয়ে সাংবাদিকদের সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে আরও দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। পাঠক বা দর্শকদের কাছে অবশ্যই গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে।
বাসস চেয়ারম্যান আরও বলেন, অপতথ্য ও তথ্যের বন্যার মাঝেও আসল সংবাদটি চিনে নিতে পাঠক-দর্শকদের সহায়তা করতে হবে। প্রযুক্তি যেমন সংবাদকে দ্রুত ও সহজলভ্য করেছে, তেমনি এটি তথ্য যাচাই ও সত্যতা নিশ্চিত করার নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে। তবে এখন অনুসন্ধান বা গবেষণা অনেক সহজ হয়েছে— অনলাইনে সামান্য অনুসন্ধানেই পাওয়া যায় দুনিয়ার তাবৎ তথ্য।
ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, বর্তমানে মিডিয়ায় নতুন এক বিবর্তন চলছে। অনেক সময় দেখা যায়, প্রচলিত সংবাদমাধ্যমকে ছাড়িয়ে প্রভাব বিস্তার করছে কোনো নাগরিকের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। ইনফ্লুয়েন্সাররা তৈরি করছেন সংবাদ, আর সেই সোশ্যাল পোস্ট থেকেই জন্ম নিচ্ছে সবচেয়ে আলোচিত খবর। তবে উচ্চমানসম্পন্ন ও অনুসন্ধানভিত্তিক সংবাদ সবসময়ই পাঠকের আস্থা অর্জন করবে।
সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, তারা বাংলাদেশের শীর্ষ সাংবাদিকদের সম্মান জানাতে চান, তবে সেটি যেন হয় গতানুগতিকতার বাইরে— একটি তাৎপর্যপূর্ণ ও শিক্ষণীয় আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা মিডিয়ার পরিবর্তনশীল বাস্তবতা, নাগরিক সাংবাদিকতার উত্থান এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ-এর সঞ্চালনায় আয়োজিত এই সভায় আনোয়ার আলদীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট বেলাল আহমেদ ও এমদাদুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

নিজস্ব প্রতিবেদক