জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি
ডিএমপির লোগো
গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকায় দুর্বৃত্তদের একের পর এক ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় নগরবাসীর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।\
আরও পড়ুন : এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫
মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ডিসি বলেন, ঢাকায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী । বিকেল পৌনে চারটায় ডিএমপির মিডিয়ার সেন্টারে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক