আ.লীগনেতা গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণ
কিশোরগঞ্জের ইটনায় ইউনিয়ন আওয়ামী লীগনেতা শৈলেন চন্দ্র দাস গ্রেপ্তারের খবরে ধনপুর বাজারে মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা। গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল এবং সঙ্গীয় ফোর্স ধনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শৈলেন চন্দ্র দাস ধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাকে গ্রেপ্তারের খবর পেয়ে এলাকাবাসী আজ রোববার ধনপুর বাজারে মিষ্টি বিতরণ করে।
আরও পড়ুন : আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু : চিফ প্রসিকিউটর
ধনপুর ইউনিয়নের বাসিন্দা আসাদুজ্জামান খোকন মিয়া বলেন, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সভাপতি শৈলেনের অত্যাচার-নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এটা অনেক বড় খুশির খবর। এজন্য সবাইকে মিষ্টিমুখ করালাম।
আরেক বাসিন্দা মো. নান্নু বলেন, ওসি সাহেবকে ধন্যবাদ আওয়ামী লীগের দোসর শৈলেনকে গ্রেপ্তার করায়। সে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে জলমহল থেকে শুরু করে জমিজমা দখলসহ বিভিন্ন অপকর্ম করেছে। মানুষকে নির্যাতন করেছে।
আরও পড়ুন : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই যোদ্ধাদের ব্যানার
ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে অভিযান চালিয়ে ছয় মামলার আসামি শৈলেনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা)