জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৮
নির্বাচনবিরোধী প্রচারণার অভিযোগে লিফলেট বিতরণ কর্মসূচি থেকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ আটজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার হরিণধরা থেকে তাঁদের আটক করা হয়।
শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ পলাশ জানান, বিএনপি ও সমমনা দলগুলোর কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নির্বাচনে জনগণ যাতে অংশগ্রহণ না করে সেজন্য লিফলেট বিতরণ করছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ বিনা কারণে তাদের আটক করে। তাদের নামে মিথ্যা মামলা দেওয়ারও পায়তারা করছে পুলিশ।
এদিকে সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত¦পালনকারী খোরশেদ আলম জানান, বিএনপিনেতারা নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ ও নাশকতা পরিকল্পনা করছিলেন। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে এবং পুলিশ পাল্টা গুলি ছুড়ে। এ সময় আটজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।