ড. ইউনূসের প্রচলিত আইনে বিচার হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূস মানুষ ঠকিয়েছেন। তিনি অপরাধ করেছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার হয়েছে। এতে কোনো দেশের সঙ্গে কোনো অসুবিধা হবে না। কারণ প্রত্যেক দেশই আইনকে সম্মান করে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় প্রবাসীদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় ড. ইউনূসকে জাতীয় সম্পদ উল্লেখ করে মন্ত্রী বলেন, পৃথিবীতে অনেক নোবেল জয়ী আছেন যাঁরা অন্যায় করেছেন বিধায় শাস্তি হয়েছে।
নির্বাচন নিয়ে বিবিসির প্রতিবেদনকে ঝকমারি উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা প্রায়ই বিভিন্ন রকম প্রতিবেদন দেয়। তবে এই প্রতিবেদন নিয়ে সরকার চিন্তিত নয়। নির্বাচনের গ্রহণযোগ্যতায় তা কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। এর আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যের প্রবাসীদের উদ্যোগে নগরীর হাফিজ কমপ্লেক্সে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রবাসীরা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে মোমেনের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেন।