শাহজালালের আধুনিক টার্মিনাল ঘিরে হাজার কোটি টাকার যন্ত্রপাতি কিনেছে বিমান
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন বিভিন্ন এয়ারলাইনসের ১৬০টি বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে, বিমানের সক্ষমতা বাড়িয়ে আগামীতে ২০০ বিমানকে সার্ভিস দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শফিউল আজিম। তিনি জানান, আধুনিক টার্মিনালকে কেন্দ্র করে এক হাজার কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে।
বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাউন্ড ইক্যুইপমেন্ট প্রদর্শনী ২০২৪ ও নতুন ইক্যুইপমেন্ট কমিশনিং অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ কথা বলেন বিমানের সিইও। তিনি জানান, টার্মিনালের সুবিধা যত বাড়বে, ততই গ্রাউন্ড পরিচালনার সক্ষমতা বাড়বে।
ইক্যুইপমেন্ট পরিদর্শন শেষে ব্যবস্থাপনা পরিচালক বলেন, বিমান ৫২ বছর ধরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সেবা দিয়ে আসছে। এই সেবা নিয়ে কেউ যাতে কোনো প্রশ্ন তুলতে না পারে সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। বিমান যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছে।
আধুনিক টার্মিনালকে কেন্দ্র করে ৭০ ভাগ বা ৭০০ কোটি টাকার যন্ত্র নিয়ে আসা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী মার্চের মধ্যে আরও ৩০০ কোটি টাকার যন্ত্র আসবে। সব মিলিয়ে এক হাজার কোটি টাকার বিভিন্ন ইক্যুইপমেন্ট কেনা হয়েছে।
ডিজিটালি কর্মীদের মনিটরিং জোরদারের জন্য বডি ক্যামেরার মাধ্যমে ডিউটি সময় ও ডিউটি স্থানে সঠিকভাবে দায়িত্ব পালন করা হবে উল্লেখ করে মো. শফিউল আজিম বলেন, আগামী দেড় মাসের মধ্যে পরিবর্তন দেখা হবে। আমরা বর্তমানে প্রতিদিন ১৬০টি এয়ারক্রাফটকে সার্ভিস দিচ্ছি। সব উপকরণ আসলে ২০০টি এয়ারক্রাফটকে সার্ভিস দেওয়া সম্ভব হবে।