বিএনপি নেতা নবী উল্লাহসহ গ্রেপ্তার ৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/06/ddhaakaa-mhaangr-dkssinn-bienpir-yugm-aahbaayyk-nbii-ullaah-nbii.jpg)
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী। ছবি : এনটিভি
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (৬ জানুয়ারি) এক খুদে বার্তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির এই পাঁচজনকে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে বা কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। তবে ডিএমপি বলেছে, তাঁদের গ্রেপ্তারের বিষয়ে আজ শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ এর আগে রাজধানীর যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি ছিলেন।