ব্যালট ছিনিয়ে জাল ভোট দেওয়ায় মন্ত্রীপুত্রকে গ্রেপ্তারের নির্দেশ
নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের একটি কেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার অভিযোগে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাছিবা খান।
এর আগে আজ রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগে কেন্দ্রটির ভোটগ্রহণ বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।
জানা গেছে, শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী জোর করে ১২টি বইয়ে নৌকার সিল মারেন। সেটি দেখতে পেয়ে লোকজন বিক্ষুব্ধ হয় এবং প্রশাসনকে জানায়। পরে প্রশাসনের লোকজন এসে ঘটনার সত্যতা পায় এবং এ কেন্দ্রের ভোট বাতিল করে ও কেন্দ্র স্থগিত করে।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ছিলেন পাটুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ইউএনও অফিসে নিয়ে যায়। জেলা প্রশাসক ও রিটানিং অফিসার ড. বদিউল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাছিবা খান সংবাদিকদের জানান, মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।