নরসিংদীতে রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ৩
নরসিংদীতে পৃথক অভিযানে দুটি বিদেশি রিভলবার ও সাত রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল সোমবার রাতে শহরের ব্রাহ্মণপাড়া ও নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শহরের কাউরিয়াপাড়া এলাকার প্রিন্স আহমেদ (২২), ঘোষপাড়া এলাকার খায়রুল আহমেদ (২০) ও নাগরিয়াকান্দি এলাকার আসিফ মিয়া (২১)।
আজ মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১১ নরসিংদীর কমান্ডার লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, নরসিংদীতে সন্ত্রাসীরা সংগঠিত হয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। অপরাধীদের রুখতে র্যাব-১১ অভিযান আরও জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১-এর একটি চৌকস আভিযানিক দল গতকাল রাতে পৌর শহরের ব্রাহ্মণপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।
পরে ভোর ৪টার দিকে শহরের নাগরিয়াকান্দি এলাকায় অপর এক অভিযানে আসিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলভার জব্দ করা হয়।
র্যাব-১১ নরসিংদীর কমান্ডার লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান জানান, গ্রেপ্তারকৃত আসামিরা স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী। তারা দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার ধরাছোঁয়ার বাইরে ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। তারা বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করত। যার ফলে দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী