ডামি প্রার্থী ডামি দলের সঙ্গে ডামি পর্যবেক্ষকও এনেছে আ.লীগ : এবি পার্টি
শুধু ডামি প্রার্থী আর ডামি দল নয়, ডামি পর্যবেক্ষকও এনেছে আওয়ামী লীগ—এমন মন্তব্য করেছে এবি পার্টি। নির্বাচন বাতিলের দাবিতে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি থেকে এমন মন্তব্য করেন দলটির নেতারা। তারা বলেছেন, ডামি পর্যবেক্ষক এনে জনপ্রত্যাখ্যাত নির্বাচনকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা খুবই হাস্যকর এবং সরকারের দেউলিয়াত্বের নির্লজ্জ প্রমাণ।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।
অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘সাংবাদিক আর বিদেশি দেখলেই ডামি ভোটার লাইন দাঁড় করিয়েছেন, সাংবাদিকও নাই লাইনও নাই। তেমনি কিছু সাদা চামড়ার মানুষ ভাড়া করে, ডামি পর্যবেক্ষক নিয়ে আসা হয়েছে। এই প্রহসনের নির্বাচন জাতি মেনে নেয়নি, গণতান্ত্রিক বিশ্ব মেনে নেয়নি।’
বি এম নাজমুল হক বলেন, জনগণের ভোটের অধিকার আওয়ামী লীগ লুট করে নিয়েছে। এখন এই সরকার পতনের আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই। প্রয়োজনে আমরা আবার রক্ত দেব, দেশকে বাকশাল মুক্ত করে ছাড়ব, ইনশা আল্লাহ।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘ফেলানী দিবসে’ প্রহসনের নির্বাচন করে আওয়ামী দখলদারদের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আওয়ামী লীগ যেন আমাদের বলছে উত্তর কোরিয়া, বার্মা, বেলারুশ আর কম্বোডিয়াতে আপনাদের স্বাগতম। তিনি বলেন, সকলে মিলে আমাদের নতুন পরাধীনতার শৃঙ্খল উদযাপন করব নাকি স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গনতন্ত্রের জন্য জীবন বাজি রেখে লড়াই করব—সেটা দেশপ্রেমিক জনগণকে সিদ্ধান্ত নিতে হবে।
প্রতিবাদী অবস্থানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, যুবপার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, যুবপার্টির যুগ্ম সদস্যসচিব আলী নাসের খান, যুবপার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব শাহিনুর আক্তার শীলা, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, আমানুল্লাহ সরকার রাসেল, হাসান মাহমুদ শাহীন, যাত্রাবাড়ী থানা সমন্বয়ক সিএম আরিফ প্রমুখ।