৭৫ দিন পর খুলল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
বিএনপির মহাসমাবেশ চলাকালে ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর প্রায় আড়াই মাস বন্ধ ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। ৭৫ দিন পর আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে পুনরায় খুলে দেওয়া হয়েছে।
আজ সকাল ১০টা ৪২ মিনিটের দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের কলাপসিবল গেট খুলে দেন। তারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয়ে প্রবেশ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘তালা ভেঙে আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছি। ২৮ অক্টোবর সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংস অভিযানের মাধ্যমে সমাবেশ বানচাল করা হয়েছিল। পরে পুলিশ অফিসে তালা ঝুলিয়ে দেয়।’
আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন বিষয়ে আজ বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।
তালা খুলে ইতোমধ্যে সংবাদ সম্মেলনের জন্য অফিস পরিষ্কার করা হয়েছে।