জাপার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে : জাতীয় পার্টি
জাতীয় পার্টির (জাপা) নেতারা বলেছেন, জাপার বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। আবারও যারা ষড়যন্ত্র করবে তারাও অস্তিত্বহীন হয়ে পড়বে। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে।
আজ শনিবার (১৩ জানুয়ারি) দলটির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ের মিলনায়তনে নেতাকর্মীরা এক সভায় এ কথা বলেন।
এ সময় বক্তারা বলেন, জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। জাপার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। বুকের রক্ত দিয়ে হলেও জাতীয় পার্টিকে রক্ষা করবে তৃণমূল নেতাকর্মীরা।
সভায় বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, সম্পাদকমণ্ডলীর সদস্য এম এ রাজ্জাক খান, জামাল উদ্দিন, নুরুল হক নুরু, জাকির হোসেন মৃধা, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, মীর সামছুল আলম লিপ্টন, ইসারুহুল্লাহ আসিফ, নাজিম উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় সদস্য আবু নাসের বাদল, নজরুল ইসলাম সরদার, মো. আলমগীর হোসেন, আনোয়ার হোসেন খান শান্ত, মোতাহের হোসেন শাহীন, অর্ণব চৌধুরী, আল আমিন সরকার, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জাতীয় ছাত্রসমাজ ঢাকা দক্ষিণের সভাপতি মো. ইউসুফ প্রমুখ।