সগিরা মোর্শেদ হত্যা : যুক্তি উপস্থাপন শুনানি পেছালো
সগিরা মোর্শেদ হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার (১৩ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর ভারপ্রাপ্ত বিচারক আক্তারুজ্জামান এই দিন ধার্য করেন।
আদালতের বেঞ্চ সহকারী শামসুদ্দিন জুম্মন বলেন, এ মামলায় নিয়মিত বিচারক ছুটিতে থাকায় মামলার শুনানির তারিখ পেছানো হয়েছে। এ মামলার আসামিরা হলেন—নিহতের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা।
নথি থেকে জানা গেছে, ১৯৮৯ সালের ২৫ জুলাই মারুফ রেজা ও আনাস মাহমুদ সগিরাকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় সগিরার স্বামী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০২০ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ২ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত সগিরা মোর্শেদের ভাসুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।