ব্যবসায়িক দ্বন্দ্বে দুজনকে গুলি করে হত্যা
ঝিনাইদহের মহেশপুরে ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে দুই জনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ বুধবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মহেশপুর থানা পুলিশ।
জানা গেছে ঘটনাস্থলেই নিহত হন শামীম হোসেন (৩২)। এ সময় আহত হন মন্টু মিয়া। তাঁকে জীবননগর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শামীম হোসেন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামসুল হকের ছেলে আর মন্টু মিয়া একই গ্রামের নয়ন মণ্ডলের ছেলে।
এলাকাবসীসূত্রে জানা যায়, শামীম-মন্টু চাচা-ভাতিজা। ধনেপাতার ব্যবসা করেন তাঁরা। ওই ব্যবসার লেনদেন ছিল একই এলাকার তরিকুল ইসলাম ওরফে আকালে ও ইব্রাহিমের সঙ্গে। শামীম ও মন্টু আকালে-ইব্রাহিমের কাছে বেশ কিছু টাকা পেতেন। ওই লেনদেনকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে কয়েক দিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আজ বিকেল অনুমান ৪টার দিকে শামীম ও মন্টু আকালের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় আকালের বাড়ির ছাদ থেকে ইব্রাহিম ও আকালে তাদের দিকে এলোপাতাড়ি গুলি ছোড়তে থাকেন। এ সময় ঘটনাস্থলেই শামীম নিহত হন। পরে গুলিবিদ্ধ মন্টুকে স্বজনরা জীবননগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখাতে তাঁর মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর বেশি কিছু জানাতে পারেননি তিনি।

মিজানুর রহমান, ঝিনাইদহ