নৌযান চলাচলের ব্যবস্থা রেখে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
শরীয়তপুরের কোটাপাড়া সেতু নির্মাণকাজের জন্য নদীতে বাঁধ দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হবে এমন ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় মাঝিমাল্লা ও নৌযানমালিকরা। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর শহরের কোটাপাড়ায় কীর্তিনাশা নদীতে নির্মাণাধীন সেতুর নিচে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ মাইকিং করে কোটাপাড়া নতুন সেতু নির্মাণকাজ করার জন্য বাঁধ দিয়ে নদীর চ্যানেল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। এতে আতঙ্কিত হয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন নৌযানমালিকরা।
নৌযানের মালিকদের দাবি, শরীয়তপুর, মাদারীপুর, বরিশালসহ বিভিন্ন জেলায় নৌপথে রড, সিমেন্ট, বালু, বিভিন্ন বন্দরের কাঁচামাল, মুদি মালামালসহ খাদ্যপণ্য পরিবহণের কীর্তিনাশা নদীর এ রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন কয়েক শত পণ্যবাহী নৌযান এই নৌ রুটে চলাচল করে। এ নদীতে বাঁধ দিয়ে আটকে দিলে শতশত মাঝিমাল্লা বিপদে পড়বে। নৌযান বন্ধ হয়ে গেলে এ অঞ্চলে দ্রব্যমূল্য আরেক দফা বৃদ্ধি পাবে। নৌযান চলাচলের ব্যবস্থা রেখে সেতুটির নির্মাণকাজ এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় মাঝিমাল্লা ও নৌযানমালিকরা।
মানববন্ধন কর্মসূচিতে সৈয়দ মাঝি, সাত্তার মাঝি, হারুন মাঝি, বিল্লাল মাঝিসহ দুই শতাধিক মাঝি ও নৌযানমালিক উপস্থিত ছিলেন।