‘শান্তি প্রতিষ্ঠার’ দাবিতে ময়মনসিংহে আইনজীবীদের মানববন্ধন
দেশজুড়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ন্যক্কারজনক হামলা, অগ্নিসন্ত্রাস ও ভাঙচুর ঘটনায় ‘শান্তি প্রতিষ্ঠার’ দাবিতে ময়মনসিংহে আইনজীবীদের কালোব্যাজ ধারণ ও মানববন্ধন পালন করেছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে আইনজীবী নেতারা বলেন, গত ১৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ছাত্রদের কোটা আন্দোলনে অনুপ্রবেশ করে বিএনপি ও জামায়াত-শিবির দেশব্যাপী ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে দেশে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন খান, সদস্য সচিব আবুল কালাম মো. আজাদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) কবীর উদ্দিন ভুইয়া, পিপি (নারী শিশু) বদর বউদ্দিন আহমদ, মোয়াজ্জেম হোসেন বাবুল ও মো. এমদাদুল হকসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আইনজীবীরা।