ড. আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদ সুপ্রিম কোর্ট আইনজীবীদের
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তার প্রতিবাদ জানিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের পর স্বৈরাচার হাসিনা বিদেশে পালিয়ে গেছেন, তিনি আর দেশে ফিরতে পারবেন না।
আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তা করার ঘটনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন এ কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, সাধারণ জনগণ শেখ হাসিনাকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। তিনি চিরদিনের জন্য পালিয়ে গেছেন। বাংলাদেশের মানুষ আর আপনাকে এদেশে ফিরতে দেবে না। আপনি যদি ফিরে আসার চেষ্টা করেন তাহলে মানুষ গণভবন যেভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে, তেমনি আপনাকেও টুকরো টুকরো করবে। কোনো অবস্থাতেই আপনি ফিরে আসার চেষ্টা করবেন না।
জয়নুল আবেদীন আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। তাকে হামলা করে আপনারা মনে করবেন না সরকার ভয় পেয়ে গেছে। আসিফ নজরুলের ওপর হামলার কারণে সারাদেশের, তার ছাত্র সমাজ.. আজকে দেখেন আইনজীবীরাও জেগে উঠেছে। ভবিষ্যতে যদি অন্যান্য উপদেষ্টার ওপর হামলা করা হয় তাহলে এদেশে বিচার হবে, আন্তর্জাতিক আদালতেও বিচার করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাকসুদ উল্লাহ, সহ-অর্থ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হানসহ অনেকে।