উগান্ডা সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, যোগ দেবেন ন্যাম শীর্ষ সম্মেলনে
নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বিদেশ সফরে উগান্ডায় গেছেন। সেখানে আয়োজিত জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।
১৯তম ন্যাম শীর্ষ সম্মেলন এবার উগান্ডায় অনুষ্ঠিত হচ্ছে। ১৫ থেকে ২০ জানুয়ারি কাম্পালায় আয়োজিত এই সম্মেলনে ১২০টি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা যোগ দিচ্ছেন।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ টানা চতুর্থ দফায় সরকার গঠনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলটির যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ। এরপর এটাই তার প্রথম বিদেশ সফর।