খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত, আহত যুবক
খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে আহসান উল্লাহ কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে সাদিকুর রহমান রানা ওরফে বিহারী রানা (৩৬) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত জাহিদ হাসান (৩৫) নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, নিলয় নামে আরও এক যুবক আহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত সাদিকুর রহমান রানা একটি হত্যা মামলাসহ দশটি মামলার আসামি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিকুর রহমান তার অসুস্থ স্ত্রী চিকিৎসাধীন রানু বেগমকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে দেখে বাইরে এসে আহসান উল্লাহ কলেজের সামনে চায়ের দোকানে চা পান করছিলেন। এই সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। নিহত সাদিকুর রহমান রানার গলা, পেট ও পায়ে এবং জাহিদ হাসান পায়ে গুলিবিদ্ধ হয়। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। এরপর নিহত রানার মৃতদেহ দেখতে তার স্ত্রীসহ স্বজনরা এসে আহজারি করতে থাকেন।
ঘটনার পর পরই অতিরিক্ত পুলিশ কমিশনারসহ সোনাডাঙ্গা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাসপাতালে ডেপুটি পুলিশ কমিশনার রাশেদা বেগম জানান, নিহত সাদিকুর রহমান রানার নামে কেরানীগঞ্জ থানায় একটি হত্যা ও মাদকসহ ১০টি মামলা রয়েছে। তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।