ফুলের সৌরভ ছড়াচ্ছে মাদকের আস্তানা চট্টগ্রামের ডিসি পার্ক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/25/ddisi_paark.jpg)
বিশ্বখ্যাত দুবাইয়ের ফুলের পার্ক মিরাকল গার্ডেনের আদলে সেজেছে চট্টগ্রামের ডিসি ফ্লাওয়ার পার্ক। এ সময় মাদকসেবীদের আখড়া হিসেবে পরিচিতি পাওয়া সীতাকুণ্ডের সাগর উপকূলীয় ফৌজদারহাট সেই ডিসি পার্কে নানান রঙের ফুল এখন সৌরভ ছড়াচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) উদ্বোধন হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। লক্ষাধিক ফুল গাছের সমারোহে দ্বিতীয়বারের মতো এই পার্কে শুরু হয় মাসব্যাপী এই উৎসব। উৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে ১২৭ প্রজাতির বাহারি ফুলের সমারোহ। উৎসবে এবার বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, নৌকা প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, মিউজিক ফেস্ট।
চট্টগ্রাম শহরের কাছেই বন্দর লিংক রোডের ফৌজদারহাট অংশে এই জায়গাটি এক সময় ছিল মাদকসেবীদের আখড়া। পরে ১৯৪ একর জায়গা উদ্ধার করে এখানে পার্ক গড়ে তুলেছে জেলা প্রশাসন। নামকরণ করা হয় ‘ডিসি পার্ক’। এরইমধ্যে পার্কটি নগরবাসীর আগ্রহের জায়গায় পরিণত হয়েছে।
চারদিকে তাকালেই চোখে পড়বে লাল, হলুদ, বেগুনি, সাদা, গোলাপিসহ বাহারি রঙের নানা প্রজাতির ফুলের দেখা। শুধু রঙেই নয়, ফুলের এই বৈচিত্র্যে ও সাজানোর নানা কৌশল দর্শনার্থীদের নজর কাড়বে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে তৈরি করা এ ডিসি পার্কে শুরু হচ্ছে ফুল উৎসবের দ্বিতীয় আসর। বৃহস্পতিবার মাসব্যাপী এ ফুল উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুবুর রহমান। এবারের ফুল উৎসবে রাতের আলোকসজ্জা পার্কটি আরও আর্কষণীয় হয়ে উঠবে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/01/25/ddisi_paark_2.jpg)
এখানে থাকছে দেশি-বিদেশি ১২৭ প্রজাতির গাছের লক্ষাধিক চারায় ফুলের স্বর্গরাজ্য। ডিসি পার্কের বাগানের মাঝখানে বিশালাকার পুকুর। তাতে চলছে কায়াকিং। সন্ধ্যায় চালানো হবে পানির ফোয়ারা। ডালিয়া, চন্দ্রমল্লিকা, ম্যাগনোলিয়া, শিউলি, হাসনাহেনা, কামিনী, বেলি, চেরিসহ দেশি-বিদেশি ফুলের সুবাসে মৌ মৌ করছে চারপাশ। মাঠজুড়ে নানা নকশায় লাগানো হয়েছে ফুলগাছ। এছাড়াও থাকছে ১৫ প্রজাতির টিউলিপ, নৌকাবাইচ, ১০০ চিত্রশিল্পীর আর্ট প্রদর্শনী, নৌকা প্রদর্শনী, বইমেলা, ভায়োলিন-শো, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, পুতুল নাচসহ প্রতি সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে শিশুদের রাইড, ওয়াকওয়ে, সানসেট ভিউ পয়েন্ট, কবুতর শেড, কিডস জোন ও বিশেষ সেলফি কর্নার। ইতোমধ্যে দর্শনার্থীরা ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেছেন এখানে।