মাদ্রাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, টাঙ্গাইল থেকে দুই আসামি গ্রেপ্তার
নেত্রকোনার কলমাকান্দায় মাদ্রাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি দেলোয়ার হোসেন ও দৌলত মিয়াকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ ময়মনসিংহের একটি অভিযানিক দল। আজ শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার লতিফপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব ও স্থানীয় সূত্র জানায়, জেলার কলমাকান্দার নবম শ্রেণির ছাত্রী মাদ্রাসায় যাওয়া-আসার পথে আসামিরা প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। গেল বছরের ১১ নভেম্বর ছাত্রী বিষয়টি তার মাকে জানায়। ঐদিন বিকেলে ভিকটিমের মা বিষয়টি স্থানীয় মহিলা ইউপি সদস্যসহ আসামি মনির মিয়ার বাড়িতে গিয়ে তার অভিভাবকদের বিষয়টি জানালে আসামি মনির মিয়াসহ তার পরিবারের লোকজন তাদের উপর ক্ষিপ্ত হয়ে ছাত্রীর মা এবং ইউপি সদস্যকে মারপিট করে গুরুতর জখম করেন। খবর পেয়ে ছাত্রীসহ প্রতিবেশিরা ঘটনাস্থলে গিয়ে মা এবং মহিলা ইউপি সদস্যকে উদ্ধার করে পাশের বাড়িতে নিয়ে আসেন। এ সময়, মায়ের কাপড়-চোপড় নেওয়ার জন্য বাড়িতে গেলে আসামিরা সুযোগ বুঝে ছাত্রীর মুখ চেপে ধরে পাশের ধান ক্ষেতে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে তিন জনের নামসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে বিজ্ঞ আদালতে একটি লিখিত অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে কলমাকান্দা থানা পুলিশকে নথিভুক্ত করার নির্দেশ দেন। ঘটনার পর আসামিরা সুকৌশলে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক থাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১৪ ব্যাটালিয়নের অপারেশন্স অফিসার (উপ-পরিচালক) মো. আনোয়ার হোসেন বলেন, আমার নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার লতিফপুর এলাকা থেকে মামলার অন্যতম আসামি দেলোয়ার হোসেন ও দৌলত মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।