জয়পুরহাটে আন্তজেলা ডাকাতদলের চার সদস্য গ্রেপ্তার
জয়পুরহাটে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় জড়িত আন্তজেলা ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৮ নভেম্বর (শনিবার) জয়পুরহাট পুলিশ সুপার এম এ ওয়াহাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৪ সেপ্টেম্বর ভোররাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ৮-৯ জনের একটি ডাকাত দল হামলা চালায়। তারা বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী সোহেল রানা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা (নং-০২, তারিখ-০৪/০৯/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড) দায়ের করেন।
মামলাটি গুরুত্ব সহকারে তদন্তে নেয় জয়পুরহাট জেলা পুলিশ। পুলিশ সুপার এম এ ওয়াহাব মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা, সাভার ও ডিএমপির বিভিন্ন এলাকায় অভিযান চালায়। টানা পাঁচদিনের (২ নভেম্বর থেকে ৭ নভেম্বর) অভিযানের পর ডাকাত চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রুবেল ফরাজী ওরফে রিফাত ফরাজী (৩৫), মো. কামরুল ইসলাম (৩৮), মো. সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেল (৩৯) ও মো. জাহিদ হাসান (৩৫)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আক্কেলপুর থানাসহ কালাই থানায় একাধিক ডাকাতি মামলার অভিযোগ রয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার বলেন, “ডাকাতচক্রের আরও সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

মনোয়ার হোসেন, জয়পুরহাট (সদর-পাঁচবিবি)