ভালুকায় ট্রাকচাপায় অটোযাত্রী নিহত
ময়মনসিংহের ভালুকায় পোলট্রি খাবারবাহী ট্রাকচাপায় নাজমুল হুদা আনসারী (৩৫) নামে এক অটোযাত্রীর মৃত্যু এবং আটজন আহত হয়েছেন। আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকাগামীগামী একাত্তর ইন্টিগ্রেশন ব্রয়লার স্টার্টার পোলট্রি খাবারের মালবাহী ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে ডিভাইডারের উপরে তুলে দেন। পরে ট্রাকটি রাস্তার পূর্বপাশে অপর একটি অটোকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার উট্রা হাজিপাড়ার আবুল হোসেন আনসারীর ছেলে নাজমুল হুদা আনসারী মারা যান। এ সময় পূর্বভালুকা গ্রামের মজনু, ধামশুর গ্রামের আয়েশা, কুল্লাব গ্রামের রীনা আক্তার, ত্রিশাল উপজেলার জসিম উদ্দিন ও গফরগাঁও উপজেলার দীঘা গ্রামের সীমা আক্তারসহ আটজন আহত হন। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়ে প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহত ব্যক্তির লোকজন এখনও আসেনি। মামলা হলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ট্রাকটি আটক করা হয়েছে।