বিএসএফের গুলিতে নিহত কামালের মরদেহের অপেক্ষায় স্বজনরা
কুমিল্লায় বিএসএফের গুলিতে নিহত কামাল হোসেনের (৩৩) মরদেহের জন্য অপেক্ষায় আছেন স্বজনরা। বিজিবি জানিয়েছে ভারতীয় পুলিশের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ফেরত দেবে।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর থেকে কামালের মরদেহের জন্য বড় ভাই মন্তাজ মিয়া অপেক্ষা করছেন। নিহত কামালের তিন ছেলে এক মেয়ে রয়েছে।
কুমিল্লাআদর্শ সদর উপজেলার বিবির বাজার স্থল বন্দর এলাকায় গিয়ে দেখা যায়, মরদেহের জন্য অপেক্ষা করছেন স্বজনরা। বিজিবির তরফ থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে রাখা হয়েছে বিবির বাজার স্থল বন্দরে।
কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বিএসএফ থেকে তাদের ফোনে জানানো হয়েছে বিকেলের মধ্যে মরদেহ হস্তান্তর করা হবে। তবে নির্দিষ্ট করে সময় জানায়নি।
মন্তাজ মিয়া জানান, গতকাল সোমবার সন্ধ্যায় লাদেন কামাল নামে একজন লোক অনেকটা জোর করেই সীমান্তে নিয়ে যায় তাঁর ছোট ভাইসহ তিনজনকে। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই কামাল নিহত হন।
স্থানীয়রা জানায়, মারা যাওয়ার পর মরদেহ অ্যাম্বুলেন্সে করে ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে কামাল হোসেন সোমবার সন্ধ্যা ৬টার দিকে নিহত হন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন।
নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। তিনি বিভিন্ন স্থানে পিঁপড়ার বাসা ভেঙে ডিম বিক্রি করতেন বলে জানায় স্থানীয়রা।