প্রতিপক্ষের দায়ের কোপে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত
ময়মনসিংহ সদর উপজেলার বাদেকল্পা নামক স্থানে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিন্টু মিয়া (৫৫) নিহত হয়েছেন। এ সময় আহত হন তাঁর বড় ভাই ইব্রাহীম (৬০)। আজ শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শফিকুল ইসলাম খান এই খবর নিশ্চিত করেছেন ।
নিহত পুলিশ কর্মকর্তার ভাগ্নে রাকিবুর ইসলাম ও পুলিশ জানায়, জমি নিয়ে প্রতিবেশী জাহাংগীরের সঙ্গে পূর্ব বিরোধ ছিল মিন্টুর। বিরোধ মীমাংসায় আজ সকাল ১০টার দিকে স্থানীয়ভাবে শালিসে বসে এলাকাবাসী। শালিসে কোনো ফয়সালা না হওয়ায় শালিসকারীরা চলে গেলে জাহাংগীর ও তার দুই ভাই মিলে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মিন্টু মিয়ার ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত মিন্টু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চার মাস আগে নিহত পুলিশ কর্মকর্তা মিন্টু মিয়া অবসরে আসেন বলে জানান তাঁর ভাগ্নে রাকিবুর ইসলাম।