খুলনায় গুলি ও ছুরিকাঘাতে দুই যুবক নিহত

খুলনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার (২৫ মে) মধ্যরাতে রূপসার শ্রীফলতলা ও নগরীর সোনাডাঙ্গায় পৃথক এই দুটি ঘটনা ঘটে। রূপসার শ্রীফলতলায় রাত ১২টার দিকে কালো রনি নামে এক যুবককে (৩৬) গুলি করে হত্যা করা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, নিহত রনি খুলনার ‘বি’ কোম্পানির গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। দুর্বৃত্তরা রনির মাথায় গুলি করে, যা মাথা ভেদ করে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রনির মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে, ২০১৭ সালে একইভাবে রনির ছোট ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছিল।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিজানুর রহমান জানান, সোনাডাঙ্গা থানাধীন ২২তলা ভবনের পাশে রাত সাড়ে ১২টার দিকে ৩-৪ জন যুবক গোলাম নামে এক যুবকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। ছুরিকাঘাতে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। কী কারণে তার ওপর হামলা করা হয়েছে, তা জানার চেষ্টা চলছে।