চাঁদপুরে দুই ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা
চাঁদপুরের ফরিদগঞ্জে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করায় চরবসন্ত এবং টুবগী ব্রিকস নামে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই সময় ভাটা দুটি পানি মেরে তাৎক্ষণিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আজ বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম। সন্ধ্যায় চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, চাঁদপুর জেলা প্রসাশন ও জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক যৌথভাবে ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে ব্রিক ফিল্ডগুলো ইট তৈরি ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করায় উপজেলার চরবসন্ত এলাকার মেসার্স চরবসন্ত ব্রিকসকে এক লাখ এবং টুবগী নামক স্থানের মেসার্স টুবগী ব্রিকসকে এক লাখ টাকা করে সর্বমোট দুই লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় ইটভাটায় পানি দিয়ে তাৎক্ষণিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নানসহ পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার্থে চাঁদপুর পুলিশ লাইনস ও ফরিদগঞ্জ থানার একদল পুলিশ এবং ইটভাটার অগ্নি নির্বাপনের জন্য ফরিদগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।