ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ জেলেকে জরিমানা, জাল জব্দ
কিশোরগঞ্জের ভৈরবে ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে দুই লাখ মিটার কারেন্ট ও ৭০টি রিংজাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ৯ জেলেকে আটক করা হয়। পরে পুরাতন ফেরিঘাট এলাকায় জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। আর কখনও এইসব ক্ষতিকর জাল ব্যবহার করবেন না মর্মে মুচলেকায় ৯ জেলের প্রত্যেকের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে নৌপুলিশের সহযোগিতায় ব্রহ্মপুত্র নদের জগন্নাথপুর, লক্ষ্মীপুর ও শম্ভুপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদের ওইসব পয়েন্টে সরকার নিষিদ্ধ কারেন্ট ও রিংজাল নিয়ে মাছ শিকারের দায়ে জাল জব্দসহ জেলেদের আটক করা হয়।
পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জব্দ করা জালগুলি পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন। পাশাপাশি আটক জেলেদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান সুজন, ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।