মা ইলিশ ধরায় ১১ জেলেকে জরিমানা

প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ১১ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চালুহারা, বড় চৌহালী ও বোয়ালকান্দি এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে মা ইলিশ ধরার অভিযোগে ১১ জেলেকে আটক করে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সোয়া দুই লাখ মিটার কারেন্ট জাল, চারটি ইঞ্জিনচালিত নৌকা ও আট কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মোস্তাফিজুর রহমান প্রত্যেক জেলেকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পরে কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটক জেলেরা হলেন চৌহালী উপজেলার মজিদ (২৪), কাদের মিয়া (৫০), হাবিবউল্লাহ (২৮), আব্দুল কাফি (৪৫), সোলায়মান (২০), সাইদুল (৩৬), হাফিজুর রহমান (৩৬), হান্নান (৩৫), শাহজালাল (২৬), ইসমাইল (১৫) এবং টাঙ্গাইলের ওহাব আলী (২৮)।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার, চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি।